ডাম্বুলা, ২৮ মার্চ- প্রথম ওয়ানডেতে অপ্রতিরোধ্য বাংলাদেশের দেখাই মিলেছে। স্বাগতিক হয়েও বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। অনেকটা একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অনেকের ধারণা ছিলো, দ্বিতীয় ম্যাচে একই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায় পরিবর্তনের ইঙ্গিত মিললো। বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কের মতে, উইনিং কম্বিনেশন ভাঙা অলঙ্ঘনীয় নয়। যে কারণে দ্বিতীয় ওয়ানডেতে পরিবর্তন আসতেই পারে। তবে সেটা এখনই নির্ধারণ করা করা হচ্ছে না। মঙ্গলবার উইকেট দেখে সিদ্ধান্ত নেয়া হবে একাদশে পরিবর্তন আনা হবে কি না। এ নিয়ে মাশরাফি বলেন, আমরা শেষ দুই বছর জয়ী দলের সমন্বয় নিয়ে কখনও ভাবিনি। ২০১৫ সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী দলের সমন্বয় ভেঙেছি। আমরা সব সময় ভেঙে ভেঙে খেলেছি। কালকের উইকেট হয়তো আলাদা রকমের হতে পারে। তাই এটা আমাদের মাথায় রাখতেই হবে। ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতে উইকেটে যে পরিবতর্ন থাকবে, সেটা বোঝা গেছে শ্রীলঙ্কার দল দেখেই। দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ার প্রদীপকে দলে ভিড়িয়েছে প্রথম ম্যাচে হেরে সিরিজে সমতা আনতে মরিয়া শ্রীলঙ্কা। মাশরাফি বিন মুর্তজাও সেটাই মনে করছেন, যেটা মনে হয়েছে উইকেটের মাঝখানে ঘাস আছে। তবে এটা বলা কঠিন এতে উইকেটে কেমন প্রভাব পড়বে। তবে যেহেতু তারা দলে দুজন পেসার নিয়েছে এটা স্বাভাবিক যে উইকেটে ঘাস রাখতে পারে। উইকেট না দেখে দলে পরিবর্তনের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। দ্বিতীয় ওয়ানডে খেলতে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সিরিজ জয় হবে বাংলাদেশের। বলাই বাহূল্য, এমন লক্ষ্য নিয়েই বাংলাদেশ মঙ্গলবার মাঠে নামবে। আর/১২:১৪/২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mJwFOz
March 28, 2017 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top