কলম্বো, ০৬ মার্চ- সাদা জার্সিতে নিজেদের নাম লেখানোর পর থেকেই নানা আলোচনা-সমালোচনা সামলাতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার সুযোগ এসেছে নিজেদের প্রমান করার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতলেই টেস্ট র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা নিজেদের করে নেবেন মুশফিকুর রহিমরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আট পয়েন্ট (৬৯) পিছিয়ে থেকে, এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ১-০ তে জয় তুলে নেন সাকিব-তামিমরা, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে ৭০। নতুন র্যাঙ্কিং অনুযায়ী, নয় নম্বরে নেমে আসবে ক্যারিবিয়ান দল। ২-০ তে জিতলে বাংলাদেশের পয়েন্ট আরো দুই বেড়ে, ৭২ হবে। তবে সিরিজ হারলে খুব একটা প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। ১-০ তে হারলে আগের পয়েন্টই থাকবে। ২-০ তে হারলে দুই পয়েন্ট কমে ৫৯ হবে। সেক্ষেত্রে নয় নম্বরেই থাকতে হচ্ছে বাংলাদেশকে। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ, কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট। টেস্ট সিরিজের পর আছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিবা-রাত্রি), দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ( দিবা-রাত্রি) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল। এফ/২০:১৫/০৬মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mMMALC
March 07, 2017 at 03:19AM
06 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top