নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ‘হয়রানির’ অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে কমিশনের পক্ষ থেকে পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে তা কার্যকর করতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ প্রধানকে ওই থানায় উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্যও বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ ইসির এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন কমিশন কুমিল্লা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম শুক্রবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভায় যোগ দেন। ওই সভায় ওসি নজরুলের বিরুদ্ধে একাধিক প্রার্থী ও তাদের সমর্থকরা অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ওসি নজরুল এসব প্রার্থী ও তাদের সমর্থকদের হয়রানি করছেন।
from Comillar Barta™ http://ift.tt/2no1AQ8
March 19, 2017 at 07:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন