ঢাকা, ১৮ মার্চ- সমালোচনাটা শুরু হয়েছিল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন সাকিব আল হাসান। এসেই শুরু করেন টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিং, আট বলে করেন ১৮ রান। দলের এমন পরিস্থিতিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে সাকিবকে নিয়ে। কিন্তু কলম্বো টেস্টের তৃতীয় দিন সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৮ রানের ওই ইনিংসকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। আর মাঠের বাইরে সমালোচকদের জবাবটা দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। মাঠে সাকিবের সেঞ্চুরি, আর মাঠের বাইরে সমালোচকদের একহাত নিয়ে নেন সাকিবপত্নী শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সাকিবকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাসে শিশির লিখেন, সেঞ্চুরি করে আরেকটি অপরাধ করলে! শিশির ওই স্ট্যাটাসে আরও লেখেন, আরেকটি অপরাধ করলে! অনুগ্রহ করে এই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে আমরা সেগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে পারি। তুমি তো নিজের জন্য খেলো! নিশ্চয়ই তুমি ভালো কিছু করোনি। দ্বিতীয় দিন অস্থিরভাবে ব্যাট করা সাকিবের তোলা দুটি ক্যাচ মিস করে লঙ্কানরা। রান আউটের কবলে পড়তে গিয়েও বেঁচে যান। তবে দ্বিতীয় দিনের সেই ভুল আর তৃতীয় দিন করেননি সাকিব। দ্বিতীয় দিনের সেই সাকিবকে তৃতীয় দিনে দেখা গেল সম্পূর্ণ অন্যরূপে। ১৫৯ বলে ১০ চারে খেলেন ১১৬ রানের দারুণ এক ইনিংস। কলম্বোতে নিজেদের শততম টেস্টে সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নামা সাকিব-মুশফিকদের ইনিংস থেমেছে ৪৬৭ রানে। আর/১২:১৪/১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mY5kXv
March 18, 2017 at 07:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top