বরুড়ায় নিয়োগ বাণিজ্য নিয়ে ক্ষুদ্ধ নিয়োগ প্রার্থী ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ● বরুড়া উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ক্ষুদ্ধ নিয়োগ প্রার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় ওই নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিম্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশগ্রহনকারী অন্তত ৫ জনের অভিযোগ তাদের কাছে নিয়োগ বোর্ড কর্তৃক আর্থিক সুবিধা চেয়ে না পাওয়ায় পরীক্ষার ফলাফল না প্রকাশ করেই মো. সাইফুল ইসলাম মিয়াজী নামে এক নিয়োগ প্রার্থীর কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে তাকে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগের বিষয়টি এলাকায় জানাজানি হলে অন্যান্য নিয়োগ প্রার্থী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

মানববন্ধনে উপস্থিত থাকা নিয়োগ প্রার্থী নূরজাহান আক্তারের স্বামী মো. আজাদ হোসেন বলেন, আমার স্ত্রীকে নিয়োগ দেওয়ার কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ২ লক্ষ বিশ হাজার টাকা ঘুষ নেয়। পরে জানতে পারি এর চেয়ে বেশি অর্থ নিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এখনো আমার টাকা ফেরত পাইনি।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সামছুল হক জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সেরাজুল হকের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ এ নিয়োগ বাণিজ্য দিয়ে সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

নিয়োগ পরীক্ষার ফলাফল না প্রকাশের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম স্বীকার করলেও অর্থের বিনিময়ে নিয়োগের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সেরাজুল হককে পাওয়া যায় যায়নি।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম জানান, আমি ম্যানেজিং কমিটির নিকট ফলাফল হস্তান্তর করে তা প্রকাশ করে দিতে বলেছি। অর্থের বিনিময়ে নিয়োগের বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।



from Comillar Barta™ http://ift.tt/2n9vQvb

March 09, 2017 at 05:30PM
09 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top