নয়াদিল্লি, ২৯ মার্চঃ সোশ্যাল মিডিয়ায় আধার তৈরি সংক্রান্ত ছবি সহ তথ্য ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।
সম্প্রতি ধোনি এবং তাঁর স্ত্রী নিজের আধার কার্ড তৈরি করিয়েছেন। এরপর ধোনির আধার কার্ডের ছবি ও ব্যক্তিগত তথ্য ট্যুইটারে শেয়ার করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ। কিন্তু এই পোস্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেন সাক্ষী। তিনি রিট্যুইট করে প্রযুক্তি মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘এভাবে ট্যুইটে ধোনির আধার সংক্রান্ত তথ্য পোস্ট করা ঠিক হয়নি। গোপনীয়তার কি আর কিছু বাকি থাকল? সব তথ্যই তো জনসমক্ষে চলে এল।’
পরে পুরো ব্যাপারটি বুঝতে পেরে পোস্টটি সরিয়ে নিয়ে ক্ষমা চান রবিশংকর। ব্যক্তিগত ফাঁস হওয়া বেআইনি, তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2o5ZuEJ
March 29, 2017 at 03:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন