আমির খানকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। অথচ তিনি নিজেকে মিস্টার প্যাশনেট বলে ডাকতে ভালবাসেন। সিনেমা নিয়ে আমিরের প্যাশনের কথা বলিউডপ্রেমীদের অজানা নয়। যেকোন সিনেমায় চরিত্রের জন্য আমির সব সময় নিজের নিয়ে ভাঙ্গা গড়ার খেলা খেলে থাকেন। আমির চরিত্রের প্রয়োজনে নিজের লুক এ পরিবর্তন আনতে একটুও কার্পণ্য করেন না। ১৪ মার্চ ১৯৬৫ সালে আমির জন্মগ্রহণ করেন। আজ তিনি ৫২ বছর পার করলেন। শুভ জন্মদিন আমির খান। আমির খানের অভিনীত সাতটি ছবির সাতটি লুক দেখে আসা যাক। সিক্রেট সুপারস্টার (২০১৭) ২০১৭ সালে মুক্তি পাবে আমিরের নতুন ছবি সিক্রেট সুপারস্টার। এই ছবির যে লুক ইন্টারনেটে প্রকাশ পায় তা দেখে সকলেরই তো চোখ চড়কগাছ। গোফ ও দাড়ির আমির খানকে এই অবতারে আগে কেউ দেখেনি। দঙ্গল (২০১৬) কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবন নিয়ে তৈরী চলচ্চিত্র দঙ্গল। গত বছরের বলিউডের সবচেয়ে বড় হিট সিনেমা এটি। মহাবীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির তার শরীরে ওজন বাড়িয়েছিলেন কমপক্ষে ৩০ কেজি। বয়স্ক আমিরের লুক চমকে দেয় সবাইকে। পিকে (২০১৪) ২০১৪ সালে মুক্তি পেয়েছিল পি কে। রাজকুমার হিরনী পরিচালিত ফ্লিমে আমির অভিনয় করেন এলিয়েন হিসেবে। এলিয়েনরুপী অামিরের চরিত্র নজর কাড়ে সবার। ছবিতে আমির খানের সঙ্গে আরো অভিনয় করেন কারিনা কাপুর খান। গজনি (২০০৮) দীর্ঘদিন চকলেট বয় ইমেজের আমিরকে গজনিতে দেখে চমকে ওঠে বলিউড। সিক্স প্যাক অ্যাবস, টোন পেশী, ছাটা চুলের আমির কোন অংশেরই বক্সার থেকে কম নয়। এংরি ম্যান হিসেবে আমির ঝর তোলে সিলভার স্ক্রীনে। ফানা (২০০৬) ফানা এই ছবিতে আমির হাজির হন কাশ্মীরি জঙ্গী হিসেবে। ছবিতে রোহান কাদরির শায়রানা মেজাজ ও ক্যাসানোভা লুক যে কোন নারীর হৃদয় আজো হরণ করে নেয়। সিনেমাটির দ্বিতীয় অংশে আমির সেনাবাহিনীর সদস্য হিসেবে অন্য একটি রুপে দেখা দেয়। কাজলের সঙ্গে আমিরের কেমিস্ট্রি বহুল প্রশংসিত হয়। দিল চাহতা হ্যায় (২০০১) ২০০১ সালে মুক্তি পায় ফারহান আখতারের দিল চাহতা হ্যায় সিনেমাটি। এই ছবিতে আমিরের অভিনয় আর লুক দেখে ভারতে তার নারী ভক্তরা পাগল হয়ে যান। স্পাইক করা ছোট চুলের আমির খানের ফ্যাশন সেসময় তরুণদের মধ্যে ট্রেন্ড হিসেবে দেখা দেয়। লগান (২০০১) আশুতোষ গোয়ারিকর পরিচালিত পিরিয়ড ফ্লিম ছিল লগান। এই ছবিতে গ্রামের একজন কৃষকে যুবকের চরিত্রে অভিনয় করেন আমির।কানে দুল, বুক খোলা খাকি শার্ট আর ধুতি পড়ে অভিনয় করে আমির খান ঝর তুলে দেন রুপালী পর্দায়। হিন্দুস্তান টাইমস। এফ/২১:৫২/১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mojSNk
March 15, 2017 at 03:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top