নয়াদিল্লি, ২৯ মার্চঃ ১ জুলাই থেকে ইএমআই-এর ওপর চাপতে চলেছে জিএসটি। ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, গাড়ির বিমার বৃদ্ধি পেতে চলেছে ৪১ শতাংশ পর্যন্ত। ফলে দেড় হাজার সিসির ওপর গাড়ি বিমা খরচ বার্ষিক ৬১৬৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৬৩০ টাকা। এক হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিমার হারে কোনোরকম পরিবর্তন হচ্ছে না। বাড়ছে দু চাকা ও তিন চাকা গাড়ির বিমার পরিমাণও।
আগামী জুলাই থেকে পণ্য পরিষেবা করের আওতায় আসতে চলেছে জমি লিজ, বাড়ি ভাড়া এবং নির্মীয়মাণ আবাসন কেনার জন্য নেওয়া মাসিক ঋণের কিস্তি বা ইএমআই। জমি অথবা বাড়ি বিক্রির ক্ষেত্রে এই কর লাগু হবে না। লোকসভায় যে কেন্দ্রীয় জিএসটি বিল পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, যে কোনও ধরনের লিজ, ভাড়া ও লাইসেন্সের মাধ্যমে কোনও জমি নেওয়া হলে, তা পরিষেবা প্রদান হিসাবে গণ্য হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2oxvmPo
March 29, 2017 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন