নিজেস্ব প্রতিবেদক: ট্রাক চালকের ফাঁসির রায়ের প্রতিবাদে রাজধানীতে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘত প্রত্যাহারের পর রাজধানীর বেশ কয়েকটি স্থান থেকে যান চলাচল শুরু হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পরপরই গাবতলিতে গাড়ি চলাচল শুরু। গাবতলী থেকে প্রথম ছেড়ে যাওয়া গাড়িটি ছিল শাম্মি এক্সপ্রেস।সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস গুলো ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে বলে টার্মিনালের লাইনম্যান সূত্রে জানা গেছে।
জানা যায়, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয় বেলা ৩টা ২০ মিনিটের দিকে। এবং মহাখালী বাস স্টেশন থেকেও যান চলাচল শুরু হয়েছে। গাড়ি ছাড়তে এখন আর কোন বাধা নেই বলে জানান বাস মালিকরা।
এর আগে ১ মার্চ বুধবার দুপুরে মতিঝিলের সড়ক ভবনে পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানান নৌ-মন্ত্রী শাজাহান খান।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lpjXPu
March 01, 2017 at 04:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.