বেঙ্গালুরু, ০৮ মার্চ- অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অফ-স্পিনার ভারতের রবীচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৫তমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন অশ্বিন। এজন্য তিনি ম্যাচ খেলেছেন ৪৭টি। এখানেই স্যার রিচার্ড হ্যাডলি ও মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলেন অশ্বিন। কারণ ২৫বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারে নিউজিল্যান্ডের হ্যাডলি খেলেছেন ৬২টি ম্যাচ এবং শ্রীলংকার মুরালিধরন খেলেছেন ৬৩টি ম্যাচ। তবে সর্বোচ্চ পাঁচ বা ততোধিক উইকেট শিকারে নবম স্থানে আছেন অশ্বিন। এই তালিকায় সবার উপরে মুরালিধরন। ১৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৭বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন মুরালি। এদিকে দেশের মাটিতে ভারতের চতুর্থ বোলার হিসেবে ২শ উইকেট শিকারের মাইলফলকও স্পর্শ করেছেন অশ্বিন। তার উপরে আছেন দলের বর্তমান কোচ অনিল কুম্বলে, হরভজন সিং ও কপিল দেব। ব্যাঙ্গালুরু টেস্টে ৮ উইকেট শিকারে ক্যারিয়ারে নিজের উইকেট সংখ্যা ৪৭ ম্যাচে ২৬৯-এ নিয়ে গেছেন। ফলে ভারতীয়দের মধ্যে উইকেট শিকারে পঞ্চম স্থানে উঠে এলেন অশ্বিন। ৬৭ ম্যাচে ২৬৬ উইকেট নেয়া বিষেন সিং বেদিকে পেছনে ফেলেছেন অশ্বিন। এফ/০৯:৩৫/০৮মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mVOU2U
March 08, 2017 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top