সিরিজে লিড নিতে ভারতের চাই ৮ উইকেট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাঁচিঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। সিরিজে এগিয়ে যাওয়ার জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ৮ উইকেট। চতুর্থ দিনে ভারতকে এগিয়ে নিয়ে যান চেতেশ্বর পূজারা (২০২) ও ঋদ্ধিমান সাহা (১১৭)। সপ্তম উইকেটে তাঁদের রেকর্ড ১৯৯ রানের পার্টনারশিপ ভারতকে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ১৫৩ রানের লিড এনে দেয়। শেষদিকে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৪ রানের ক্যামিও ইনিংস ভারতকে ছশোর গন্ডি পেরোতে সাহায্য করে। শেষপর্যন্ত ৯ উইকেটে ৬০৩ রানে ইনিংসের পরিসমাপ্তি টেনে দেন অধিনায়ক কোহলি। জবাবে দিনের শেষে অসিদের স্কোর ২ উইকেটে ২৩। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে কামাল দেখাতে শুরু করেছেন জাড্ডু (৬/২)।



from Uttarbanga Sambad http://ift.tt/2nFpeF7

March 19, 2017 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top