উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীপদে শপথ নিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আরও ৯ জন মন্ত্রীপদে শপথ নেন। দেরাদুনের প্যারড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। এদিন রাজ্যপাল কেকে পাল ত্রিবেন্দ্র রাওয়াতকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় নেতা অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে মোট ৭০টি আসনের মধ্যে ৫৭টি আসনে জয়ী হয় বিজেপি। গতকাল জয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠকে মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত করা হয় রাওয়াতকে।
দীর্ঘদিন ধরে ত্রিবেন্দ্র রাওয়াত রাষ্ট্রীয় সেবা সংঘের (আরএসএস) প্রচারক হিসেবে কাজ করতেন। এছাড়াও তিনি বিজেপি দলের সংরক্ষণের দায়িত্বে ছিলেন। সেসময় থেকেই নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
from Uttarbanga Sambad http://ift.tt/2nyvsJT
March 18, 2017 at 07:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.