খুলল শিমূলবাড়ি চা বাগান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিমূলবাড়িঃ টানা ৫০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পুনরায় খুলল ডুয়ার্সের এর শিমূলবাড়ি চা বাগান। বুধবার পুলিশের সহযোগীতায় আদিবাসীদের দখলে থাকা বাগানের জমি উদ্ধার করতে সক্ষম হয় মালিক পক্ষ। বুধবার সন্ধ্যায় শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন বাগানের ডিরেক্টর মহেন্দ্র বনশাল। অনেক টালবাহানার পর অবশেষে বাগান খোলার সিদ্ধান্তে খুশি সকলেই।



from Uttarbanga Sambad http://ift.tt/2n9KW47

March 23, 2017 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top