উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বেঙ্গালুরুঃ দ্বিতীয় টেস্টে ৭৫ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের দূর্ধর্ষ বোলিং উপড়ে ফেলল অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ভারত ১৮৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে খারাপ পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে আরও একবার ভারত নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করে দিল। আজকের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল (৫১), চেতেশ্বর পুজারা (৯০), রাহানে (৫২) ভালো রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। যোগ্য সঙ্গত দেন অশ্বিন (৬/৪১), উমেশ যাদব (২/৩০), ইশান্ত শর্মা (১/২৮) এবং রবান্দ্র জাদেজা (১/৩)।
এদিকে প্রথম ইনিংসে ভালো পরফরম্যান্স করলেও দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
প্রথম ও দ্বিতীয় ইনিংসে দূর্ধর্ষ পারফরম্যান্সের দৌলতে ম্যান অফ দ্যা ম্যাচের শিরপা ছিনিয়ে নিলেন বেঙ্গালুরুর ঘরের ছেলে লোকেশ রাহুল।
from Uttarbanga Sambad http://ift.tt/2lzGEFH
March 07, 2017 at 04:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.