প্যারিসের অরলি বিমানবন্দরে একজন সৈন্যের অস্ত্র কেড়ে নেবার চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
কর্মকর্তারা বলছে, উগ্রপন্থায় দীক্ষিত যেসব লোকজনের ওপর নজর রাখা হচ্ছে – তাদের তালিকায় এই লোকটির নাম ছিল এবং মাত্র কয়েক ঘন্টা আগেই প্যারিসের উত্তর দিকে একটি গোলাগুলির ঘটনায় জড়িত ছিল।
ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বিমানবন্দরের দক্ষিণ দিকের টার্মিনালে টহলরত একজন নারী সৈনিকের ওপর আক্রমণ চালিয়ে তার আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেবার চেষ্টা করে ওই ব্যক্তি। পাশে থাকা অন্য দুজন সৈন্য তখন তাকে গুলি করে হত্যা করে ।
এ ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইটকে প্যারিসের অন্য আরেকটি বিমানবন্দর ব্যবহার করতে বলা হয়। যাত্রীদের টার্মিনালগুলোর বাইরে পাঠিয়ে দেয়া হয়।
কয়েক ঘন্টা আগে এ লোকটিকেই পুলিশ একটি চেকপয়েন্টে থামানোর পর সে পুলিশকে লক্ষ্য করেএকটি ছররা-বন্দুক থেকে গুলি ছোঁড়ে,এবং তার পর একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এর পর সে আরেকটি গাড়ি চুরি করে অরলি বিমানবন্দরে যায় এবং সেটাকে বাইরে ফেলে রেখে টার্মিনালে ঢোকে বলে ধারণা করা হচ্ছে, জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা।
তার সাথে কোন বিস্ফোরক ছিল না, এবং তার উদ্দেশ্য কি ছিল তা-ও জানা যায় নি।
লোকটির বাবা এবং ভাইকেএর পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mU6rFN
March 18, 2017 at 08:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন