উত্তর ও পশ্চিম ভারতে চড়তে শুরু করেছে পারদ

নয়াদিল্লি, ৩০ মার্চঃ মার্চ মাসেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে গ্রীষ্ম। উত্তর ও পশ্চিম ভারতে কার্যত তাপপ্রবাহ বইতে শুরু করে দিয়েছে। গ্রীষ্মের প্রথম সপ্তাহেই গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র এমনকি হিমাচল প্রদেশেও বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। পারদের উর্দ্ধগতি দেখা গিয়েছে ওডিশা, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে আগামী সপ্তাহগুলিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আবহবিদরা। আবহবিদরা জানিয়েছেন, মধ্য ও উত্তর ভারতের উপরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যা মেঘ তৈরিতে বাদা সৃষ্টি করছে। ফলে এই অঞ্চলগুলিতে সূর্ষালোক সরাসরি এসে পড়ছে। যার কারণে তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে। তবে এর মধ্যেই আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2odyWSs

March 30, 2017 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top