হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ চতুর্থবারের মতো বিয়ের আসনে বসতে যাচ্ছেন বলে জানা গেছে। পাত্রী ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা কিরবি। টম ক্রুজের মতো ততটা অভিজ্ঞ কিংবা জনপ্রিয় নন ভেনেসা। কিন্তু দ্য ক্রাউন সিরিয়ালে ভেনেসার অভিনয় দেখে নাকি খুবই মুগ্ধ হয়েছেন টম ক্রুজ। ২৮ বছর বয়সী এ অভিনেত্রীকে নাকি বিয়েও করতে চান তিনি। ভেনেসা অবশ্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব সত্যি নয় বলে দাবি করেছেন। টম ক্রুজের মিশন ইম্পসিবল ৬ এ অভিনয় করবেন কিরবি। টম ক্রুজ নিজেই কিরবিকে চূড়ান্ত করেছেন ছবিটির জন্য। কিরবিকে বিয়ে করলে এটা হবে ৫৪ বছর বয়সী টম ক্রুজের চতুর্থ বিয়ে। আমেরিকান এ অভিনেতা ১৯৮৭ সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী মিমি রজার্সকে। ১৯৯০ সালে দ্বিতীয় বিয়ে করেন অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে। এর পর ২০০৬ সালে বিয়ে করেন অভিনেত্রী কেটি হোমসকে। কিন্তু কোনো বিয়েই শেষ পর্যন্ত টেকেনি। এফ/২১:৪০/২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ojVpsT
March 27, 2017 at 03:39AM
26 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top