নিজস্ব প্রতিবেদক ● বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাাম খান বলেছেন, আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বলে আর বাস্তবে গণতন্ত্র হরণই হচ্ছে তাদের প্রধান কাজ। গত ৮ বছরে দেশে গনতন্ত্র হরণ করে ভোটাধিকারসহ দেশের সাধারণ জনগনের মৌলিক অধিকার হরণ করেছে তারা।
নজরুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে কুমিল্লায় বসবাসকারী চৌদ্দগ্রামের নাগরিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি কুমিল্লাবাসীর সামনে বিগত ৫বছর আগের কুমিল্লার চিত্রের সাথে বর্তমান কুমিল্লার চিত্রের তুলনা করে আগামী ৩০মার্চ আসন্ন কুসিক নির্বাচনে মনিরুল হক সাক্কুকে ধানের শীষে ভোট দেয়ার উদাত্ত্ব আহবান জানান।
তিনি বলেন, কুমিল্লার জনগন অত্যন্ত সচেতন। এবারের নির্বাচনে কুমিল্লাবাসী সঠিক সিদ্ধান্ত নিতে কোন ধরনের ভূল করবেনা বলে আমার দৃঢ় বিশ্বাস। আর সেজন্যেই তারা তাদের নগর অভিভাবক নির্বাচনে ধানের শীষের প্রার্থীর মনিরুল হক সাক্কুকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আরো বলেন, কুমিল্লার জনগন মেয়র নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীকে নির্বাচিত করবে এবং সে জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী সাক্কুকে ধানের শীষে ভোট দিয়ে কুমিল্লার জনগন তাদের সচেতনতা ও যোগ্যতার প্রমানও দেবে ইনশাল্লাহ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আমি কুমিল্লাবাসীর সুখ দু:খে তাদের সাথে থাকার চেষ্টা করেছি। সিটি মেয়র নির্বাচিত হবার পর কোন আয়কর বাড়াইনি। নাগরিক সুবিধা বাড়িয়েছি। নতুন সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা নগরীকে সুন্দর, সুশৃঙ্খল, আধুনিক এবং নিরাপদ করতে সাধ্যমত চেষ্টা করেছি। তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
একই অনুষ্ঠানে হাজী আমিন উর রশিদ ইয়ছিন বলেন , মনিরুল হক সাক্কু নির্বাচিত হলে ঢাকা মহানগরীর মত কুমিল্লা মহানগরীকে ঢেলে সাজানো হবে ইনশাল্লাহ।
চৌদ্দগ্রাম থানা বিএনপির আহবায়ক কামরুল হুদার সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব:) আনোয়ারুল আজিম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা ও কুসিক নির্বাচনের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক শামসুদ্দিন দিদার, ইঞ্জি. শাহ আলম, খোরশেদ কবির খোকন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
from Comillar Barta™ http://ift.tt/2nO8f3u
March 21, 2017 at 07:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন