ইন্ডিয়ান ওপেন খেতাব শিবশঙ্করের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, গুরগাঁওঃ হিরো ইন্ডিয়ান ওপেন জিতলেন শিবশঙ্কর চৌরাসিয়া। দ্বিতীয় ভারতীয় গল্ফার হিসেবে এই খেতাব ধরে রাখলেন তিনি। জয়ের পর ২ লক্ষ ৯১ হাজার ৬৬০ মার্কিন ডলারের চেক নিয়ে শিবশঙ্কর বলেন, ‘ভীযণ আনন্দিত আজ। কোর্সটা সত্যিই কঠিন ছিল, তবে আমি ভাগ্যবান এই সপ্তাহটা আমার পক্ষেই ছিল।’ এদিনের খেতাব জয়ের সঙ্গেই কলকাতার ছেলে ছুঁয়ে ফেললেন জীব মিলখা সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে চারটি ইউরোপিয়ান ট্যুর খেতাব জেতার নজির।



from Uttarbanga Sambad http://ift.tt/2mf80Mw

March 12, 2017 at 06:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top