মুখ্যমন্ত্রীর আশ্বাস উত্তরবঙ্গবাসীকে

শিলিগুড়ি, ২৯ মার্চঃ গজলডোবা এবং টাইগার হিলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি সংলগ্ন পিনটেল ভিলেজে দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস। তিনি বলেন, দ্রুত গজলডোবা পর্যটন হাব এবং টাইগার হিলে কটেজ তৈরির কাজ শুরু হয়ে যাবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার বৈদ্যুতিন  পরিকাঠামো আরও ভালো করতে বাগডোগরা, কাওয়াখালি, সোনাদা এবং পূর্ব কড়াইবাড়িতে চারটি নতুন সাবস্টেশন তৈরি করা হবে।

এছাড়া কালিম্পং, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং লেবং সাব স্টেশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এদিনের বৈঠকে জেলায় কন্যশ্রী প্রকল্পের কাজে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় দার্জিলিংয়ের জেলা শালককে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, পাহাড়ের পর্যটনে জোর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মিরিক মহকুমা হিসেবে কাজ শুরু করবে। মিরিককে ঘিরেও নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম এবং ৭ এপ্রিল বর্ধমান পশ্চিম নামে দুটি নতুন জেলার উদ্বোধন করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nLDVZG

March 29, 2017 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top