কলম্বো, ২৪ মার্চ- বাংলাদেশের কাছে টেস্টে হার এখনও হজম করে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এখনও কান পাতলেই শোনা যায় মাতম। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও উপুল থারাঙ্গার কণ্ঠে ধরা পড়ল সেই হতাশা। তবে ওয়ানডে সিরিজ দিয়েই সেই হতাশা ভুলতে চান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক। সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশড হয়ে এসেছে শ্রীলঙ্কা। তবে দেশের মাটির শ্রীলঙ্কা সবসময়ই অন্যরকম। ওয়ানডেতে বরাবরই জন্ম দিয়েছে তারা দারুণ কিছু ম্যাচ উইনারের। দক্ষিণ আফ্রিকা সফর ও টেস্টে বাংলাদেশের কাছে হারের হতাশা, দুটিই এই ওয়ানডে সিরিজে পেছনে ফেলতে চান থারাঙ্গা। শেষ টেস্ট ম্যাচ হারায় আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। তবে এটি নতুন সিরিজ, সিরিজে ফেরার দারুণ সুযোগ আমাদের জন্য। সবশেষ সিরিজেও দক্ষিণ আফ্রিকার কাছে আমরা ৫-০ তে হেরে এসেছি। এই সিরিজে আমাদের সামনে সুযোগ ঘুরে দাঁড়ানোর। ভারপ্রাপ্ত অধিনায়কের মতে, তাদের প্রস্তুতি হয়েছে ভালো। সিরিজে ভালো করতে দল মরিয়া। আমরা দারুণভাবে প্রস্তুত। কিছু নতুন ক্রিকেটার আছে দলে। সিকুগে প্রসন্ন, থিসারা পেরেরার মত সিনিয়ররা ফিরেছে। শেষ টেস্টের পর আমরা প্রায় ভেঙে পড়েছিলাম। ওয়ানডেতে ভালো করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এফ/২১:৪৫/২৪মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nvQc4g
March 25, 2017 at 03:41AM
24 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top