এবার শিক্ষাক্ষেত্রেও বাধ্যতামূলক আধার, সিদ্ধান্ত ইউজিসির

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ জালিয়াতি রুখতে শিক্ষাক্ষেত্রেও আধার কার্ডকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)। মার্কশিট ও শংসাপত্রে বাধ্যতামূলকভাবে থাকবে আধার নম্বর। পাশপাশি থাকবে পড়ুয়ার ছবিও। এই মর্মে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজকে চিঠি পাঠিয়ে জানিয়েছে ইউজিসি।

বুধবার ইউজিসি-এর সচিব জে এস সান্ধু জানান, মার্কশিট ও শংসাপত্রে আধার নম্বর ও পড়ুয়ার ছবি দেওয়া থাকলে তা জাল করার প্রবণতা কমবে। শিক্ষাক্ষেত্রে আরও বাড়বে অভিন্নতা ও স্বচ্ছতা। এছাড়াও, রেগুলার, পার্ট-টাইম বা ডিসট্যান্স, এইসব ধরনের পাঠক্রমের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক।



from Uttarbanga Sambad http://ift.tt/2n7mLmM

March 22, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top