নয়া দিল্লী, ২২ মার্চ- আকাশ ছুঁল বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের বার্ষিক আয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এদিন ঘোষণা করে দেওয়া হল ক্রিকেটারদের নতুন বেতন। চতুর্থ টেস্টের আগেই বোর্ড ক্রিকেটারদের গ্রেড জানিয়ে দিল। ক্রিকেটারদের বেতনও বাড়িয়ে দেওয়া হল প্রচুর। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তিনটি বিভাগ রয়েছে। ধোনি-কোহলি-অশ্বিনদের মতো এ গ্রেডের ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা বেতন পেতেন। বি গ্রেডের ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকত ৫০ লাখ টাকা। আর সি গ্রেডের ক্রিকেটাররা পেতেন বছরে ২৫ লক্ষ টাকা। এদিন অর্থাৎ বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হল, ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এ গ্রেডের ক্রিকেটার এবার থেকে পাবেন বার্ষিক ২ কোটি টাকা। বি গ্রেডের ক্রিকেটার পাবেন এক কোটি টাকা। সি গ্রেডের পাবেন পঞ্চাশ লক্ষ টাকা। গ্রেড এ-তে রয়েছেন, বিরাট কোহলি, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়। গ্রেড এ-র ক্রিকেটার বার্ষিক ২ কোটি টাকা পাবেন। গ্রেড বি-তে রয়েছেন, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, মহমম্দ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, যশপ্রীত বুমরাহ, যুবরাজ সিংহ। গ্রেড বি-র ক্রিকেটাররা পাবেন বার্ষিক এক কোটি টাকা। গ্রেড সি-তে রয়েছেন শিখর ধাওয়ান, অম্বতি রায়ডু, অমিত মিশ্র, মণীষ পাণ্ডে, অক্ষর পটেল, করুণ নায়ার, হার্দিক পাণ্ড্য, আশিস নেহরা, কেদার যাদব, যুজবেন্দ্র চহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব। গ্রেড সি-র ক্রিকেটাররা পাবেন বার্ষিক পঞ্চাশ লক্ষ টাকা। আর/১০:১৪/২২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o5c8Ah
March 23, 2017 at 05:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন