পুলিশের বপু, তলব হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ পুলিশকর্মীদের বিশালাকার বপু নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে একটি জনস্বার্থ বিষয়ক মামলার শুনানি হল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্র জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। শারীরিকভাবে আনফিট হলে তা সত্যিই অস্বস্তিকর। তিনি বলেন, বার্ষিকভাবে একবার শারীরিক সক্ষমতার পরীক্ষায় কোনো লাভ হয় না।

পুলিশের বডি মাস ইনডেক্স তৈরির বিশেষ পদ্ধতি আছে। সেটা কজন মেনে চলেন সেবিষয়ে প্রশ্ন করেন বিচারপতি। আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করবে হাইকোর্ট।

পুলিশের অতিরিক্ত ভুঁড়ি ও শারীরিক সক্ষমতা নিয়ে সম্প্রতি  একটি জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করেন কমন দে নামে এক ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশের বিশালাকায় বপু নিয়ে শুনানি হাইকোর্টের।



from Uttarbanga Sambad http://ift.tt/2n0HuIi

March 24, 2017 at 03:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top