মুম্বাই, ০৩ মার্চ- করণ জোহরের আগামী প্রজেক্টের নাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। যেখানে জুটি বাঁধছেন সুশান্ত সিং রাজপুত এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবির নাম ড্রাইভ। পরিচালনা করবেন তরুণ মানসুখানি। কাছের লোক হওয়ার সুবাদে এই বিগ বাজেট প্রজেক্টের দায়িত্ব তরুণের হাতেই দিয়েছেন করণ জোহর। অন্যদিকে, জ্যাকলিনও করণের গুড বুক এ ঢুকে পড়েছেন। একসাথে রিয়েলিটি শোতে বিচার করেছেন তারা। সম্প্রতি কফি উইথ করণ এও প্রথমবার আমন্ত্রিত হন জ্যাকলিন। আর গত বছর এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরির মতো সুপারহিট ছবি উপহার দেয়ার পর সুশান্ত এখন অভিনেতাদের হিট-লিস্টে! শোনা যাচ্ছে, একটা আস্ত অ্যাকশন সিরিজের পরিকল্পনা করে ফেলেছেন করণ। যে ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ড্রাইভ। বলিউডে ধুম ছাড়া তেমন কোনো অ্যাকশন থ্রিলার জমেনি এখনও পর্যন্ত। ইতোমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। সুশান্ত-জ্যাকলিনের সেই ড্রাইভ এখন ফার্স্ট গিয়ারে পড়ার অপেক্ষা! আর/১০:১৪/০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lAe6qE
March 03, 2017 at 04:57PM
03 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top