রাষ্ট্রপতি পদে আদবাণীর নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে বর্ষীয়ান বিজেপি নেতা ও সাংসদ এল কে আদবাণীর নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য, এটি তাঁর গুরুদক্ষিণা।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজনীতিতে আদবাণীকে সচারচর দেখা যায় না। বিজেপি সূত্রে খবর, লোকসভায় বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন আদবাণী। কিন্তু দলের অন্যান্য নেতারা সেই পদে বসিয়ে দেন মোদিকে।

৮৯ বছর বয়সি বিজেপি নেতা আদবাণী আরএসএস স্বেচ্ছাসেবক হিসেবে রাজনীতিতে যোগ দেন। ১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অটল বিহারি বাজপেয়ির সময়ে তিনি উপ প্রধানমন্ত্রী ছিলেন।

সূত্রের খবর, গুজরাটের সোমনাথে সম্প্রতি একটি বৈঠক করে বিজেপি। সেই বৈঠকেই রাষ্ট্রপতি পদে আদবাণীর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।



from Uttarbanga Sambad http://ift.tt/2mNDVat

March 15, 2017 at 06:53PM
15 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top