প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করার দায়ে তরুণীর কারাদন্ড

প্রথম স্বামীকে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে নাহিদা আকতার (২২) নামের এক তরুনীকে ২ বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম সোমবার দুপুরে আসামি নাহিদার উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নাহিদা আকতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আব্দুস সালামের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৮ আগষ্ট নাহিদার সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সাবেক সেনা সদস্য আব্দুস সাত্তারের। বিবাহিত জীবনে তাদের রেজওয়ান নামে চার বছর বয়সের একটি পূত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর সাত্তার শান্তি রক্ষা মিশনে দেশের বাইরে গেলে আরেক সেনা সদস্য (চাকুরিচ্যূত) জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা দালালপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে মোশারফ হোসেন সানির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে নাহিদা। এরপর প্রথম স্বামী সাত্তারকে ডিভোর্স না দিয়েই ২০১৫ সালের ১৬ নভেম্বর মোশারফ হোসেন সানিকে বিয়ে করে নাহিদা। এই ঘটনায় প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দায়ের করেন নাহিদার প্রথম স্বামী আব্দুস সাত্তার। পরে বিষয়টি তদন্ত করে নাহিদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অবশেষে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তি তর্ক শেষে সোমবার আদালতের বিচারক নাহিদা আক্তারকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় প্রদান করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2n9G3GE

March 27, 2017 at 10:19PM
27 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top