অনুশোচনায় ভুগছেন নেহেরা, কি ভুল করলেন তিনি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ ৭ বছর আগের একটা ঘটনা। তা ভেবেই হাত কামড়াচ্ছেন ভারতের তারকা ফাস্ট বোলার আশিস নেহেরা। ঘটনাটি খোলসা করেছেন তিনিই। ২০০৯ সালে ভারতীয় ক্রিকেট দলের তত্কালীন কোচ গ্যারি কারস্টেন তাঁকে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন রাজি হননি নেহেরা। এ প্রসঙ্গে বলেন, ‘২০১৩ সালে ৬ সপ্তাহে যখন ৬টা রনজি ম্যাচ খেলেছিলাম তখন মনে হয়েছিল গ্যারির প্রস্তাবটা গ্রহণ করা উচিত ছিল। আরো ২-৩ বছর টেস্টে খেলার মতো অবস্থায় ছিলাম। হেসেখেলে ৩০-৩৫টি টেস্টে খেলতে পারতাম। কিন্তু এটাই জীবন।’

ক্রিকেট বিশেষজ্ঞরা বারবার তাঁকে হিসেবের খাতা থেকে মুছে ফেলেছেন। কিন্তু স্বমহিমায় প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন সদা হাসমুখ নেহেরা। ৩৭ বছরেও গতি ও সুইংয়ে নাকানিচোবানি খাওয়াচ্ছেন ব্যাটসম্যানদের। এক সাক্ষাত্কারে নেহেরা বলেন,‘এই বয়সেও আমি একজন ফাস্ট বোলার। নতুন বল যখন হাতে নিই তখন লক্ষ্য থাকে ১৩৮ কিমি গতিতে বল করার। যদিও গতিটাই সব নয়। তবুও দরকার হলে ১৪০ কিমির বেশি গতি তুলতে পারি টি২০ ক্রিকেটে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2meWC3i

March 12, 2017 at 05:40PM
12 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top