এ´িম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার

এ´িম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ছাত্রদের সম্মননা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে.এম. মনজুর রেজা ,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আফতাব আলী । অনুষ্ঠানে গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৪টি কলেজের মোট ৭০ জন এইচ.এস.সি. পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে এ অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের হর্টি কালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসলেমা আক্তার মায়া। প্রধান অতিথি তার বক্তব্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের আসন্ন এইচ.এস.সি. পরীক্ষার সাফল্য কামনা করে  তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান। এছাড়াও বর্তমান  বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইংরেজী শেখার প্রতি গুরোত্বআরোপ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরেন। বিজয়ী শিক্ষার্থীরা তাদের  অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূঁয়সী প্রসংসা করেন এবং বিশ্ববিদ্যালয়টিকে চাঁপাইনবাবগঞ্জের গর্ব হিসাবে উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2mKwOzI

March 14, 2017 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top