ফাইনাল যুবভারতীতে

কলকাতা, ২৭ মার্চঃ চলতি বছরে ভারতের মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর। সেই মেগা ইভেন্টের ফাইনালের দায়িত্ব পেল যুবভারতী ক্রীড়াঙ্গন। সোমবার কলকাতায় এসে যুবভারতী পরিদর্শনের পর এ কথা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান জেভিয়ার সেপ্পি। পাশাপাশি দুটি সেমিফাইনাল হবে যথাক্রমে গুয়াহাটি ও নবি মুম্বইয়ে। উদ্বোধনী ম্যাচও হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এছাড়াও, এদিন আসন্ন বিশ্বকাপের শ্লোগান ‘ফুটবল টেকস ওভার’ ঘোষণা করা হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2nXs6jx

March 27, 2017 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top