মুম্বাই, ০৬ মার্চ- গত কয়েক বছরে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এসব ছবির মাধ্যমে এ অভিনেত্রীর অবস্থানও মজবুত হয়েছে বলিউডে। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। নিজের ব্যক্তিগত বিষয়, প্রেম এবং পর্দায় নগ্নতা বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। এসব বিষয়ে বক্তব্যের মাধ্যমে বোমাই ফাটালেন এ অভিনেত্রী। এই সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, আসলে সত্যি বলতে প্রেম নিয়ে এখন আমি কিছুই ভাবছি না। আমার প্রেম হলো এখন কাজ। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। নগ্নতা বিষয়ে জ্যাকুলিন বলেন, শৈল্পিকভাবে উপস্থাপন করলে নগ্নতায় আমার আপত্তি নেই। আমার মনে হয় বলিউডে যারা কাজ করে কারোই আপত্তি থাকার কথা নয়। কারণ, একজন অভিনয়শিল্পীর কাছে চরিত্র ও গল্পটাই মুখ্য। গল্প ও চরিত্র পছন্দ হলে কোনো কিছু করতেই বাধবে না। একজন অভিনেত্রীকে অনেকভাবেই উপস্থাপন করতে হয়। সেটা যদি সুন্দরভাবে হয়, তাহলে দোষের কি আছে! এফ/১৬:২৫/০৬মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lNPkUh
March 06, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top