জিও-র সঙ্গে পাল্লা দিতে আসছে নতুন টেলিকম সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ ভোডাফোন সংস্থা তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী আইডিয়া সেলুলরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল-এর সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে এই নতুন ভোডাফোন-আইডিয়া গ্রুপ।

সোমবার আইডিয়ার তরফে জানানো হয়েছে, সংযুক্তকরণের পর ৪৫ শতাংশ মালিকানা থাকবে ভোডাফোন সংস্থার হাতে। এছাড়া, আইডিয়া সংস্থার ৯.৫ শতাংশ কিনে নিতে পারবে ১৩০ টাকা প্রতি শেয়ার মূল্যে।

এই নতুন সংস্থার আয় হতে পারে ৮০,০০০ কোটি টাকার বেশি। বাজারে ৪৩ শতাংশ থাকবে এদের দখলে এবং সক্রিয় গ্রাহক ৪০ শতাংশ। বরাদ্দ স্পেকট্রামে ২৫ শতাংশেরও বেশি একা এই নতুন সংস্থা দাবি করতে পারবে।

ইন্ডাস টাওয়ার্সে ভোডাফোনের ৪২ শতাংশ শেয়ার বাদ দিয়ে ভোডাফোন সংস্থার প্রায় সবটাই সংযুক্ত হচ্ছে আইডিয়া সেলুলরের সঙ্গে। এই সংযুক্তির ফলে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হবে ভোডাফোন-আইডিয়া গ্রুপ।



from Uttarbanga Sambad http://ift.tt/2mZmXEC

March 20, 2017 at 02:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top