মেক্সিকো: মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি খাদে বুধবার অন্তত ১০টি লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে একথা জানায়।
কোলিমার গভর্নর জোস ইগনাসিও পেরালতা সাংবাদিকদের বলেন, জালিস্কো ও কোলিমা রাজ্যের সীমান্তবর্তী স্থানে কুয়েসেরিয়া শহরের কাছে গভীর একটি খাদের নিচে লাশগুলো পাওয়া গেছে। তিনি বলেন, ‘কয়েকটি লাশ ইতোমধ্যেই পচে গেছে। কোনো কোনোটি কঙ্কালে পরিণত হয়েছে। ’
গভর্নর আরও বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত চলছে। এ পর্যন্ত আমরা ১০টি লাশ পেয়েছি। তবে এটি প্রাথমিক খবর। ’
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nONYgq
March 30, 2017 at 05:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন