ঢাকা, ১৯ মার্চ- শ্রীলংকার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক শততম টেস্ট জয়ে বাংলাদেশ তথা বিশ্বের সেরা টেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসানের অনবদ্য অবদান অতুলনীয়। সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে মোট ১৩১ রান ও ৬ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ফলে বাংলাদেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। সাকিব তার অনবদ্য কৃতিত্বের কারণে ম্যান অব সিরিজ নির্বাচিত হন। সাকিবের অবদান নিয়ে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন তা নিম্নে উল্লেখ করা হল: সমগ্র বাঙ্গালী জাতির জন্য একটা ঐতিহাসিক মূহুর্ত। আমি খুব গর্বিত যে আমার স্বামী ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছে এবং দেশের জন্য বিশাল অবদান রেখেছে। আলহামদুলিল্লাহ্। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে সাকিব সেঞ্চুরি করলে শিশির তার ফেসবুকে লেখেন,নিঃসন্দেহে এই সেঞ্চুরি কোনও কাজেই আসেনি! আবার একটা অপরাধ করে ফেললে! প্লিজ ওই সেঞ্চুরিটাকে বাড়িতে সঙ্গে নিয়ে এসো যাতে ওটা দিয়ে আমরা তরকারি রান্না করে ফেলতে পারি এবং খেয়ে যেতে পারি, যত দিন তুমি শুধু নিজের জন্য খেলে যাবে তত দিন পর্যন্ত। শিশিরের করা এমন মন্তব্য ফেসবুকে ভাইরাল হয়। আর/১০:১৪/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mhwkma
March 20, 2017 at 04:14AM
19 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top