মুম্বাই, ২০ মার্চ- সিনেমার পাশাপাশি বিং হিউম্যান নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা বলিউড অভিনেতা সালমান খান। এই সংস্থা থেকে পোশাক ব্র্যান্ড লঞ্চ করার পর এ বার তিনি আসছেন স্মার্টফোনের জগতে। জানা গেছে, মোবাইল বাজারে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা নিয়েছেন সল্লুভাই। সালমানের এই মোবাইল হ্যান্ডসেটের দাম কুড়ি হাজার টাকা হতে পারে। সল্লুভাই একা অথবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টফোন আনতে পারেন বলে খবর। ইতিমধ্যেই বিং হিউম্যান ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির জন্য একটি টিম গড়ে ফেলেছেন দাবাং তারকা । সেই টিমে রয়েছেন এমন কিছু কর্মী যাঁরা এক সময় কাজ করেছেন স্যামসাং বা মাইক্রোম্যাক্সের মতো কোম্পানিতে। স্মার্টফোনের নাম করা হয়েছে বিং স্মার্ট। অ্যান্ড্রয়েড ফোনটি তৈরির জন্য ইতিমধ্যেই চিনের একটি কোম্পানির সঙ্গে কথাবার্তা শেষ করে ফেলেছেন সালমান। এর আগেই ব্যবসায় কিছুটা হাত পাকিয়ে ফেলেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। পোশাকের ব্র্যান্ড বিং হিউম্যান-এর সাফল্যের পর সা০লমান এ বার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ঝাঁপাতে চলেছেন ভারতের স্মার্টফোন বাজারে। সালমান খান এখন তার পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় এর শুটিংয়ে ব্যস্ত আছেন। এফ/২১:২০/২০মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mI5dfb
March 21, 2017 at 03:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top