অমানবিকতার বলি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ দীর্ঘ ২০ বছর ধরে ঘরবন্দী। স্বাবলম্বী হয়েও ৪ ভাইয়ের সংসারে ছিলেন বোঝা। অভিযোগ, ২০ বছর আগে শারীরিক অত্যাচার চালিয়ে ভেঙে ফেলা হয় হাত পা। দীর্ঘ দুই দশক ধরে সেই অসহ্য যন্ত্রণা সত্ত্বেও বেঁচে ছিলেন বহ্নিশিখা ঘটক। ছিলেন পোস্ট অফিসের কর্মী। শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের ৩ নম্বর রাস্তায় একটি বাড়ির ছোট্ট একটি ঘরে থাকতেন তিনি।

বিষয়টি স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দত্ত এবং সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়ের নজরে এলে তাঁদের উদ্যোগেই বৃহস্পতিবার পাড়ার ছেলেরা বহ্নিশিখাদেবীকে উদ্ধার করে নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

নোংরা অস্বস্তিকর পরিস্থিতিতে থেকেও মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ তিনি। তিনি জানান, তাঁর ভাইরা কাউকে তার সঙ্গে দেখা করতে দিতেন না। জীবন রক্ষার স্বার্থে সামান্য দানাটুকু আসতো পার্শ্ববর্তী এক চা দোকান থেকে। বিনিময়ে দিতেন পেনশনের সামান্য কিছু টাকা।

এতবছর পর কাউকে তাঁর জন্য ভাবতে দেখে এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। ধন্যবাদ জানান শুভাকাঙ্খীদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lZhyNu

March 02, 2017 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top