নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার শেষ হয়েছে। এর আগে রোববার মেয়র পদে মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাডভোকেট সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কিন্তু প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ওই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের লিখিত আপত্তির কারণে একদিন পর সোমবার ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এতে বর্তমানে কুসিক নির্বাচনে মেয়র পদে তিনজন বৈধ প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু ও জেএসডির শিরিন আক্তার। এর আগে রোববার মেয়র পদে মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু পিডিপির মহাসচিব স্বাক্ষরিত পত্রে ওই দলের পক্ষ থেকে এ নির্বাচনে কাউকে মনোনয়নপত্র দেয়া হয়নি এমন চিঠি দেয়ায় বৈধ ঘোষিত প্রার্থী অ্যাড. সোয়েবুর রহমানের মনোনয়নপত্র এবং ভোটার তালিকায় স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
from Comillar Barta™ http://ift.tt/2lQnhDG
March 07, 2017 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন