মালদা, ৩১ মার্চঃ সম্পত্তির জেরে দুই সৎ ভাইয়ের বিবাদের জেরে কবর থেকে বাবার মৃতদেহ তুলে আনল পুলিশ। কবর থেকে ওই মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গত ১৯ মার্চ লক্ষীপুর গ্রামের বাসিন্দা সইফুদ্দিন সরকারের মৃত্যু হয়। ৬২ বছরের সইফুদ্দিন ছিলেন এনএইচপিসির অবসরপ্রাপ্ত কর্মী। জানা গিয়েছে মৃত সইফুদ্দিনের দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রী, দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন তিনি বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার এক প্রত্যন্ত গ্রামে। দ্বিতীয পক্ষের স্ত্রী তেহমিনা খাতুন এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন লক্ষীপুরে।
অভিযোগ, মারা যাওযার আগে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানদের নামে লিখে দেন সইফুদ্দিন। ঘটনার সূত্রপাত এখানেই।
from Uttarbanga Sambad http://ift.tt/2ojm7Gi
March 31, 2017 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.