কাজের দাবিতে অনশন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ফাটাপুকুরঃ কাজের দাবিতে শনিবার অনশনে বসে ফাটাপুকুর মেগা প্রোজেক্টে গড়ে ওঠা কারখানাগুলিতে ভূমিহারা শ্রমিক পরিবার। ওই শিল্প তালুকের প্রধান গেট বন্ধ করে অনশনে বসেন শতাধিক পুরুষ ও মহিলা। অভিযোগ, প্রায় দু বছর ধরে ভূমিহারা পরিবারগুলি মেগা প্রোজক্টের শিল্প কারখানায় কাজ না পাওয়ায় আন্দোলনে নেমেছেন। এই দিন সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত অনশন চলার পর রাজগঞ্জ পুলিশের হস্তক্ষেপে অনশন তুলে নেওয়া হয়।

ফাটাপুকুরে মেগা প্রোজেক্ট তৈরি করার জন্য বেশ কয়েক বছর আগে তৎকালিন রাজ্য সরকার ফাটাপুকুর ও তাঁর পার্শ্ববর্তী এলাকার শতাধিক কৃষকের জমি অধিগ্রহণ করে। প্রায় তিনশো একর জমিতে মেগা প্রোজেক্ট করা হয়। ওই ভূমিহারাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ল্যান্ড লুজার সার্টিফিকেটও দেওয়া হয়। এছাড়া ভুমি ক্ষতিগ্রস্থদের শিল্প তালুকের কারখানায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। ধীরে ধীরে শিল্প তালুকে কারখানা গড়ে উঠছে। প্রায় দুই বছর আগে একটি বেসরকারি সোফা তৈরির কারখান চালু হয়। কয়েকটি কারখানার নির্মান কাজ চলছে। কিন্তু বহিরাগত শতাধিক শ্রমিক ওই  সোফা কারখানায় কাজ পেলেও স্থানীয় ভূমিহারাদের কাজে নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার ওসি সৈকত ভদ্র। তিনি অনশনকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আশ্বাস দেওয়ায় অনশন তুলে নেওয়া হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2lHnhFQ

March 04, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top