ভিএনা, ২১ মার্চ- অস্ট্রিয়ায় চলমান স্পেশাল অলিম্পিকস উইন্টার ওয়ার্ল্ড গেমসের ইউনিফায়েড ফ্লোর হকিতে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে। এর মধ্যে পুরুষ দল দুটি জয় পেয়েছে, মহিলারা একটিতে। সোমবার পর্যন্ত বাংলাদেশ পুরুষ ও মহিলা দল দুটি করে ম্যাচ খেলেছে। মহিলা দল প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে আর দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরেছে ইরানের কাছে। পুরুষ দল প্রথম ম্যাচে ৬-২ গোলে জিতেছে উগান্ডার বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। প্রতিযোগিতার সর্বশেষ আসরে বাংলাদেশ পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েছিল। এবারই প্রথম মহিলা দল পাঠিয়েছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক। স্পেশাল অলিম্পিকস্ উইন্টার ওয়ার্ল্ড গেমসে ১১৭ টি দেশের ৩০০০ এ্যাথলেট ৯ টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ খেলছে শুধু হকিতে। আর/১০:১৪/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2njcuWR
March 22, 2017 at 05:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top