উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হায়দরাবাদঃ রবিবার তেলেঙ্গানায় বিভিন্ন জায়গায় জলে ডুবে মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ ২। পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার হোলি খেলার পর স্নান করতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে তারা।
জানা গিয়েছে, মহবুবনগর জেলার আয়াগরিপল্লি গ্রামে হোলির খেলার পর স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় চরণ (৯) এবং বিরেন্দর (৮) নামে দুই নাবালকের। একই ঘটনা ঘটে জনগাঁও জেলার বোম্মাকুরু গ্রামে। হোলি খেলার পর স্নান করতে গিয়ে রিজার্ভারের জলে ডুবে মৃত্যু হয় দুই যুবকের। সিদ্দিপেট জেলায় লেকে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে দুই নাবালকের। আর খাম্মাম জেলার ভদ্রাচালমের কাছে গোদাবরী নদীতে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের। একইভাবে দু’জনের মৃত্যু হয়েছে নালগোন্ডা জেলায়।
জাগতিয়াল জেলায় এসআরএসপি ক্যানেলে তলিয়ে যায় এক স্কুলছাত্র। সাঙ্গারেড্ডি জেলার একটি লেকে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আরও একজন। এই দু’জনের কোনও খোঁজ মেলেনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2mhXep9
March 13, 2017 at 01:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন