উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল ১ যুবককে।
পুলিশ সূত্রের খবর, ৩৭ বছর বয়সী ওই যুবককে নাগপুর থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেয় নাগপুর আদালত।
জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে ই-মেলে বলা হয়, তিনি পদত্যাগ না করলে তাঁকে এবং তাঁর পরিবারের ক্ষতি করা হবে। তিনি রিজার্ভ ব্যংকের এক উচ্চপদস্থ আধিকারিককে সেই মেলটি ফরওয়ার্ড করেন। তারপর ওই আধিকারিক মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ই-মেলটি নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে পাঠানো হয়েছে। ওই সূত্র ধরেই গত শুক্রবার নাগপুর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ওই যুবক নিজের অপরাধ স্বীকার করেছে। তার নামে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ওই যুবক বিদেশে পড়াশোনা করেছে। তবে তিনি এখন বেকার। সেই হতাশা থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2lLgGdv
March 05, 2017 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.