ঢাকা, ২৭ মার্চ- অনেকদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না মডেল অভিনেত্রী সাবিলা নূরের। কিছুদিন আগেও সাবিলাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মুঠোফোনে যোগাযোগ করলেই সাড়া পাওয়া যেত। কিন্তু গত ১৫ মার্চের পর থেকে সাবিলা অন্তরালে। তার নাটকের অনেক ঘনিষ্ঠ বন্ধু এবং শিল্পীরাও কোনো খোঁজ জানাতে পারছিলেন না। কোনো শুটিংয়েও তাকে পাওয়া যায়নি। তবে এর মধ্যে বেশ কয়েকবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় রিকশায় ঘুরতে দেখা গেছে। অনেকেই বলছিলেন সাবিলা মিডিয়া ছেড়ে দূরে সরে গেছেন! নইলে তার হঠাৎ এমন অন্তর্ধানের কারণ কী? খোঁজ নিতে সাবিলার মা মুসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবিলা গেল ২২ ফেব্রুয়ারি রাত ৯টার ফ্লাইটে আমেরিকা গেছে। ফিরবে তিন থেকে চার মাস পর। আমেরিকার ডালাস শহরে তার বড় বোন থাকে, তার কাছে গেছে। আরও বলেন, সাবিলা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এর ফাঁকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স সম্পন্ন করার সুযোগ পেয়েছে। তাই সেখানে যাওয়া। তিন মাসের একটা কোর্স সম্পন্ন করে সাবিলা দেশে ফিরবে। তারপর আবার আগের মতো কাজে মনোযোগী হবে। কিন্তু গোপনে গেলেন কেন সাবিলা নূর? তার মায়ের কথা, গোপনে কোথায়? সে তো এতদিন দেশেই ছিল। তাছাড়া পারিবারিক কারণ ও লেখাপড়ার চাপে অনেক কাজ কমিয়ে দিয়েছিল। সর্বেশেষ ভালোবাসা দিবসে মেঘ এনেছি ভেজা নামের একটি নাটকে কাজ করে সে আমার জানামতে। আর সিরিয়ালে কাজ করা সে একপ্রকার ছেড়েই দিয়েছিল। নিজেকে আসলে গুছিয়ে আনছিল দেশ ছাড়তে হবে বলে। দুঃখ প্রকাশ করে সাবিলার মা বলেন, আমার জানা মতে সে কোনো নির্মাতার শিডিউল ফাসাইনি। গেল দুই বছর ধরে সাবিলা দাপিয়ে অভিনয় করেছেন। তার নামে কেউ কোনো অভিযোগ করতে পারেননি। আর যদিও বা কারও সাথে এমনটা হয়ে থাকে তাহলে আমি তার হয়ে দুঃখ প্রকাশ করছি। তবে সাবিলার একাধিক ঘনিষ্ঠজন জানায়, এ তরুণ অভিনেত্রী মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েছিলেন। তাই সুস্থতার জন্য তাকে আমেরিকা পাঠানো হয়েছে। এ বিষয়টি তার মায়ের কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, না এমন কোনো সমস্যা হয়নি সাবিলার। সে ভালো আছে। মিডিয়ার কিছু মানুষ যারা ওর ভালো চায় না, তারাই এই রিউমার ছড়াচ্ছে। আমি এই বাজে কথায় কাউকে কান না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। এছাড়া উপস্থাপনায়ও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে। আর/১৫:১৪/২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nmO6lc
March 27, 2017 at 10:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top