ডাকাতির প্রস্তুতিকালে ডিবির হাতে আটক ৮

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম মহাসড়কে টহলকালে জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজারের অদূরে মনশাসন এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাস ও ট্রাক  নিয়ে যানবাহনে  ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ডিবি পুলিশ তাদের ধাওয়া করে ১টি পিস্তল ও দেশীয় ধারালো চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু রডের টুকরাসহ ৮ আন্ত:জেলা রোড ডাকাতকে গ্রেফতার করে। জব্দ করা হয় ডাকাতদের ২টি গাড়ি। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ ভুট্ট (৩৫), পিতা-মোজাফফর, সাং-দক্ষিণ ভাটামায়া (কেরানী বাড়ী), ২। মোঃ আলম (২৮), পিতা-মৃত শাহজাহান @ লাল মিয়া, সাং-ভাটামায়া (কেরানী বাড়ী), উভয় থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, ৩। মোঃ সেলিম (২৮) ,পিতা-মৃত আজাহার আলী, সাং-বলাইকাটি (শিকদার বাড়ী), থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ৪। মোঃ সেলিম (২৪), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-সিদ্ধিরগঞ্জ (উত্তর রাজিবপুর), ৫। মোঃ আবুল কাশেম (২৭), পিতা-মোঃ হাশেম আলী মিস্ত্রী, সাং-আটিগ্রাম হাউজিং, উভয় থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৬। মোঃ আলম (১৯), পিতা-মোঃ লাল মিয়া, সাং-মিরাপাড়া (মন্টু মিয়ার বাড়ী), থানা-সদর, জেলা-মুন্সীগঞ্জ, ৭। মোঃ কবির হোসেন (৪৫), পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-গনকবাড়ী, থানা-সোনাগাও, জেলা-নারায়নগঞ্জ, ৮। মোঃ মিলন (২৩), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-জাঙ্গালিয়া, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি-চিটাগাং রোড (কেনালপাড়), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।

এ ঘটনায় ডিবির এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘ দিন ধরে মহাসড়কে রড ফেলে যানবাহনে ডাকাতি করে আসছিল, তাদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে ডাকাতির বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে।



from Comillar Barta™ http://ift.tt/2mJDnU3

March 09, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top