ভালো শুরু ভারতের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাঁচিঃ লোকেশ রাহুল (৬৭) এবং মুরলি বিজয়ের (৪২ অপরাজিত) ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ভালো শুরু করল ভারত। দিনের শেষে দলের স্কোর ১ উইকেটে ১২০। এর আগে গতকালের ৪ উইকেটে ২৯৯ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন ৪৫১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শতরান করেন স্টিভ স্মিথ (১৭৮ অপরাজিত), গ্লেন ম্যাক্সওয়েল (১০৪)। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ১২৪ রানে তুলে নেন ৫ উইকেট। উমেশ যাদব ৩ উইকেট পান ১০৬ রানে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mzulVy

March 17, 2017 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top