নয়াদিল্লি, ৩১ মার্চঃ এই গ্রীষ্মেও খোলা থাকছে সুপ্রিমকোর্ট। ৬৭ বছরে এই প্রথম শীর্ষ আদালতে গরমের ছুটি থাকছে না। তিনটি পাঁচ বিচারকের বেঞ্চ প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার শুনানি করবেন। প্রতিবছর প্রায় ৫০ দিন গ্রীষ্মের ছুটির জন্য বন্ধ থাকত সুপ্রিমকোর্ট। মামলার যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও এতদিনের গ্রীষ্মকালীন ছুটি নিয়ে সমালোচনা শুরু হয়।
প্রধান বিচারপতি জে এস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী গ্রীষ্মে বদলাতে চলেছে এই ছুটিরলিপি। বিচারপতি খেহক আরও জানিয়েছেন, তিন তালাকের বিরুদ্ধে যে একগুচ্ছ পিটিশন জমা পড়েছে, সেগুলি নিয়ে মে মাসের ১১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত পাঁচ বিচারকের বেঞ্চে শুনানি চলবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nCfADk
March 31, 2017 at 12:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন