রাঁচি, ১৮ মার্চ- অস্ট্রেলিয়ার পাহাড়সম রানের জবাব ভালোভাবেই দিচ্ছে বিরাট কোহলির দল। যদিও এতে কোহলির অবদান সামান্যই। দুই অংকে পৌঁছতে পারেননি কোহলি। তবে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ান ডাউন ব্যাটসম্যান চেতেশ্ব পুজারা। এ ছাড়া দুই ওপেনার মুরালি বিজয় এবং লোকেশ রাহুলও দারুণ ব্যাট করেছেন। ম্যাচের তৃতীয় দিনের তৃতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান। চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথের অতিমানবীয় ইনিংসে ভর করে ৪৫১ রান তোলে অস্ট্রেলিয়া। ভীষণ চাপের মধ্যে থেকেও ৩৬১ বলে ১৭টি বাউন্ডারিতে ১৭৮ রানে অপরাজিত থাকেন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে ৯১ রানের উদ্বোধনী জুটিতে ১ উইকেটে ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। পুজারা এ দিন ১০ রানে অপরাজিত ছিলেন। মুরালি বিজয় ছিলেন ৪২ রানে। তৃতীয় দিন সকালে ১২৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুরালি। সেঞ্চুরির আশা জাগিয়েও ৮২ রান করে ওকেফির বলে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি হন তিনি। ভাঙে ১০২ রানের দ্বিতীয় উইকেট জুটি। কিন্তু হার মানেননি পুজারা। ২১৪ বলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকে পৌঁছান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১১৭ রানে ব্যাট করছেন। তার সঙ্গী হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আর/১৭:১৪/১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nyiEmU
March 18, 2017 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top