দিনহাটায় বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিনহাটাঃ বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে দিনহাটা থানার সাবেক বাংলাদেশি ছিটমহল মধ্যমশালডাঙায় এলাকায় ঘটনাটি ঘটেছে। এক মহিলা সহ ২ জন গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিতসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দিনহাটা থানার সাবেক মধ্য মশালডাঙা ছিটমহলে দুই প্রতিবেশির মধ্যে বিবাদ বাধে। সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন স্থানীয় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে আহত বিজেপি কর্মী শাহাজাহান আলি বলেন, দিন কয়েক আগে আমার এক আত্মীয়ের সঙ্গে প্রতিবেশীর গণ্ডগোল বাধে। সেই ঘটনার বিষয়ে জানতেই এদিন বাড়ি থেকে দিনহাটা থানায় যাচ্ছিলাম। পথে তৃণমূল কর্মীরা মারধোর করে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2nilR6I

March 12, 2017 at 03:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top