নিজস্ব প্রতিবেদক ● নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) জন্য কঠিন পরীক্ষা। এ নির্বাচনে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা শৈথিল্যতা বরদাশত করা হবে না। এক্ষেত্রে গাফিলতি হলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
শনিবার দুপুরে কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, এ নির্বাচন আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন রিটার্নিং অফিসার ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, ডিজিএফআইয়ের অধিনায়ক আ ফ ম আতিকুর রহমান, কুমিল্লাস্থ র্যা ব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার, কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু, জেএসডি মনোনীত প্রার্থী শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশীদ।
from Comillar Barta™ http://ift.tt/2nkuYXf
March 18, 2017 at 06:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন