মুম্বাই, ২২ মার্চ- বলিউডের কিংখান শাহরুখের আলোচিত বাড়ি মন্নতও অনেকটা রাজপ্রাসাদের মতো। সেখানে ভূত প্রবেশ করেছে, বাড়িটি নাকি ভূতুড়ে হয়ে গেছে! নিজ হাতে সে ঘটনা ভিডিও করলেন তিনি। গতকাল ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও দেখা য়ায়, শাহরুখের কক্ষে হঠাৎ ভূত প্রবেশ করে, চমকে ওঠেন তিনি। তবে এরপর বেশ কিছুক্ষণ কথাও হলো তাদের মধ্যে। ভিডিওর শুরুতে শাহরুখ বলেন, ভূত বা আত্মা নিয়ে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তবে এই কথা শেষ হতে না হতেই ভূতের দেখা পেলেন স্বয়ং শাহরুখ। সেটা আবার নারী ভূত, বা কথিত ভাষায় যাবে পেত্নী বলি আমরা। ভয়ের কিছু নেই! এই ভূতের নাম শশী। আর ইনি বলিউডি ভূত। ফিল্লৌরীর শশী অর্থাৎ আনুস্কা শর্মা। ভিডিওটি শশী ওয়াজ দেয়ার সোশ্যাল প্রোমোশনাল ক্যাম্পেনের জন্য তোলা। শশী যে শাহরুখের কত বড় ভক্ত তা জানাতেই মূলত মন্নতে ঢুকে পড়েছেন। অন্য দিকে শাহরুখেরও শশীর আওয়াজ শুনে বেশ ভাল লেগেছে। আবার দেখা করতে চাইছেন শশীর সঙ্গে শাহরুখ। তবে এবার শশীকে দেখতে হলে ২৪ মার্চ সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সে দিনই আসছে আনুস্কা ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ফিল্লৌরী। খবর বলিউড লাইফ। এফ/১৬:২৫/২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mP6Ck8
March 22, 2017 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top